কম দামের ভিতর ১০টি ভালো ক্যামেরা ফোন

আজকে যে আর্টিকেলটি আমরা লিখতে চলেছি সেটা হচ্ছে কম দামের ভিতর ১০ টি ভালো ক্যামেরা ফোন এবং তার ভিতরে রয়েছে কম বাজেটে ভালো ক্যামেরা ফোন, ভালো ক্যামেরা ফোন চেনার উপায়, আবার ছবি তোলার জন্য কোন মোবাইল ভালো।
এর মাঝে যদি আপনার পছন্দের তথ্যটি না পেয়ে থাকেন। তাহলে এখানে আমরা আরো কিছু তথ্য দিয়েছি যেমন, ভালো ক্যামেরা ফোন ২০২৪, কোন ব্র্যান্ডের ক্যামেরা ভালো, ২০ হাজার টাকার মত ভাল ক্যামেরা ফোন ইত্যাদি আশা করছি আপনার পছন্দের তথ্যটি এখানে পেয়ে যাবেন আর্টিকেল গুলো পড়তে পুরো পোস্টটি পড়ুন।

ভূমিকা

বর্তমান যুগে বহুল পরিচিত একটি ডিভাইস হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইল ফোন বর্তমান যুগে পরিচিত একটি ডিভাইস। এর ব্যবহার ছোট থেকে বড় প্রায় সবার কাছেই দেখা যায়। তবে স্মার্টফোনের চাহিদাটা অনেক টাই বেশি। আবার এর ব্যবহার ও অনেক বেশি। স্মার্ট ফোন ব্যবহারের মাধ্যমে আমরা অনেক এডভান্স জীবন যাপন করছি। স্মার্টফোনের মাধ্যমে আমরা এক দেশ থেকে অন্য দেশে ভিডিও কলের মাধ্যমে উপর প্রান্তের মানুষটাকে দেখতে পাই ।

স্মার্ট ফোন ব্যবহার করে আমরা অনেক কাজ করতে পারি যেমন, ইমেইল আদান প্রদান, ওয়েবসাইট ব্রাউজিং করতে পারি, আবার বিভিন্ন অ্যাপ্স এগিয়ে গেম খেলতে পারি, গান শুনতে পারি,অনলাইনে টিকিট কাটতে পারি এমন অনেক কাজ আছে যেগুলো আমরা স্মার্টফোনের মাধ্যমে করে থাকি। এক কথায় আমাদের জীবনধারাকে অনেক সহজ করে তুলেছে। এর জন্য এর ভূমিকা ও ব্যাপক পরিসরে।

কম বাজেটে ভালো ক্যামেরা

বর্তমানে প্রায় সবাই ভাল ক্যামেরা ফোন কিনতে চাই। কিন্তু ভালো ক্যামেরা ফোন খুজতে গিয়ে দেখে যে ফোনের দাম টা বেশি হয়ে গেছে। ফলে বাজেট কম থাকার কারণে আর কেনা হয় না। এমন অনেকে আছে যারা কম বাজেটের ভেতর ভালো ক্যামেরা ফোন খোঁজেন। তাদের জন্য আমরা কিছু ফোন সাজেস্ট করব যেগুলো দাম ও কম এবং ক্যামেরা ভালো তবে চলুন জানা যাক।

Oppo a17: কম বাজেটের ভিতর এই ফোনটা একদম পারফেক্ট। এই ফোনটার দাম মার্কেটে ১৪,৪০০ টাকা। এই ফোনে রয়েছে ৫০০০MAh ব্যাটারি এবং এর মেইন ক্যামেরা হচ্ছে ৫০এমপি আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ৫ এমপি ফোনটির স্টোরেজ ৪ জিবি ও ৬৪ জিবি।

Samsung galaxy a12: samsung এর এই ফোনটিতে রয়েছে ৪ জিবি এবং ৬৪ জিবি মেমোরি এবং ৪ জিবি ও ১২৮ জিবি মেমোরি। এবং এর ব্যাটারি হচ্ছে ৫০০০mah। ফোনটির মেইন ক্যামেরা হচ্ছে ৪৮ এমপি এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ৮ এমপি। ফোনটি ২০২০ সালে লঞ্চ হয়েছে। এর তিনটি কালার রয়েছে নীল, কালো, লাল এবং সাদা। এবং এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।

Redmi 10C: ফোনটিতে রয়েছে ৪ জিবি ৬৪ জিবি স্টোরেজ যার মার্কেট প্রাইজ ১১,৯৯৯ টাকা। ৪ জিবি ১২৮ জিবি স্টোরেজ যার মার্কেট প্রাইজ ১৬ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ৬. ৭১ ডট ড্রপ ডিসপ্লে , ৫০ এম পি মেইন ক্যামেরা আর ৫ এম পি সেলফি ক্যামেরা,আর ৫০০০mAh ব্যাটারি এর ১৮ w ফাস্ট চার্জিং, আরো রয়েছে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Poco M2: অফিসিয়াল পোকো ফোনের প্রাইজ ৬ জিবি ৬৪ জিবি ১৫,৯৯৯ টাকা। ৬ জিবি ১২৮ জিবি ১৬,৯৯৯ টাকা। ফোনটিতে তিনটা কালার রয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে ফোন টি লঞ্চ হয়। এর মেইন ক্যামেরা ১৩ এমপি এবং ফন্ট ক্যামেরা 8 এমপি এছাড়া রয়েছে ৫০০০ mAh বেটারি। ফোনটির ক্যামেরা অনেক সুন্দর কম বাজেটের ভিতর এই ফোনটি অনেক ভালো হবে।

ভালো ক্যামেরা ফোন চেনার উপায়

আমরা সবাই চাই একটা ভালো ক্যামেরা ফোন কিনতে। কিন্তু ফোন কিনলেও ক্যামেরা ভালোভাবে চিনতে পারিনা। তবে ফোন কেনার সময় কিছু জিনিস লক্ষ্য রেখে ফোন কিনতে হবে। তাহলে সব সহজেই ভালো ক্যামেরা ফোন চেনা যাবে।
 যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে সেগুলো হলো-মেগাপিক্সেল,অ্যাপারচার, ক্যামেরার সংখ্যা , ও আই এস, প্রো অথবা ম্যানুয়াল মুড, এফপিএস, প্রসেসর ইত্যাদি।

মেগাপিক্সেল: আমরা ফোন কেনার সময় মেগাপিক্সেল দেখে ফোন কিনি। আমরা মনে করি যে ফোনের মেগাপিক্সেল যত বেশি সেটার ক্যামেরা তত ভালো। কিন্তু দেখা যায় যে একসময় ১০৮ মেগাপিক্সেলের থেকে ১২ মেগাপিক্সেল ফোনের ক্যামেরা অনেক ভালো হয়। এর কারণ হচ্ছে সেন্সর। যে ফোনে যত বড় সেন্সর সে ফোনের ক্যাপচার ভালো হবে এবং ছবিও অনেক ভালো উঠবে।

অ্যাপারচার: মেগাপিক্সেলের পরের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে অ্যাপারচার। এই অ্যাপারচার এফ ফোন বক্সে লেখা থাকে ১.৮ অথবা ২.০। এই সংখ্যাটা কম হলে ভালো। এ সংখ্যা কম হলে অ্যাপারচার আকার তত বড় হবে ফলের ছবির ক্যাপচার আলো সঠিক নিয়মে দিতে পারবে এবং ছবি অনেক ভালো হবে। অ্যাপারচার ১.৮ এবংএফ১.৪ এমন ফোন কিনতে পারেন এর থেকে বেশি হলে পিকচার একদম বাজে আসতে পারে।

ক্যামেরার সংখ্যা: একটা ফোনে তিনটি ক্যামেরা যথেষ্ট ।যেমন- প্রাইমারি সেন্সর, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আরেকটা হচ্ছে টেলি ফটো ।ফোন কেনার সময় অবশ্যই এই তিনটি ক্যামেরা চেক করে নিতে হবে। যেন একটি আরেকটির কাছাকাছি থাকে। যেন ছবি তোলার সময় এক ক্যামেরায় একরকম আরেক ক্যামেরায় আরেক রকম না হয় সেটা দেখে নিতে হবে।

ওআইএস: ওআইএস এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। ক্যামেরা চেক করার সময় ওআইএস আছে কিনা চেক করে নিতে হবে। ও আই এস না থাকলে নাইট ফটোগ্রাফি ভালো হয় না। এজন্য ও আই এস দেখে নিতে হবে তাহলে নাইট ফটোগ্রাফি তুলনামূলক ভাবে সুন্দর হবে।

প্রো অথবা ম্যানুয়াল মুড: ভালো ক্যামেরা ফোন নিতে হলে অবশ্যই প্রো অথবা ম্যানুয়াল মুড দেখে নিতে হবে। প্রো অথবা ম্যানুয়াল মুড দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো ফিল্টার ব্যবহার না করেও।

এফপিএস: ভিডিও তৈরির জন্য আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এফপিএস। যদি এফসিএস ৪ কে ৩০ অথবা ৪ কে ৬০ এ ভিডিও রেকর্ড করা হয় ।এমন স্মার্টফোন নিতে হবে। তাহলে ভিডিও একদম ঝকঝকে পরিষ্কার হবে। ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও কোন সমস্যা দেখা যাবে না।

প্রসেসর: স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হচ্ছে প্রসেসর ।ফোনের প্রসেসর যত ভালো হবে তার ছবি বা ভিডিও তত ভালো হবে।

ছবি তোলার জন্য কোন মোবাইল ভালো

বর্তমানে ছবি তোলার জন্য কিছু ফোন আছে যেগুলোর দাম একটু বেশি হলেও পিকচার কোয়ালিটি অনেক ভালো। ছবি তোলার জন্য কিছু স্মার্টফোন আমরা সাজেস্ট করব। যেগুলোর দাম একটু বেশি হতে পারে তবে ক্যামেরা অনেক ভালো। ভালো ছবি তোলার জন্য কিছু ফোন সাজেস্ট করা হলো যেমন-Vivo v29,Oneplus 11r 5G,Pixel 7a,Redmi note 12pro 5G,Sumsung Galaxy A34,Realme 11pro এই ফোনগুলোর বাজার মূল্য একটু বেশি হবে। কিন্তু ক্যামেরা অনেক সুন্দর পিকচার কোয়ালিটিও অনেক সুন্দর আসে ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও এর কোন অসুবিধা হয় না সুন্দরভাবে কোয়ালিটি ফুল ভিডিও ধারণ করা যায়।

ভালো ক্যামেরা ফোন ২০২৪

২৪ সালের সেরা ক্যামেরা ফোন হিসেবে রয়েছে Iphone 15 pro max Samsung Galaxy s 24 ultra, Galaxy s23 plus, Pixel 9 pro, Oppo fine x6 pro এই ফোনগুলো ২০২৪ সালে ভালো ক্যামেরা ফোন নামে পরিচিত।

কোন ব্র্যান্ডের ফোনের ক্যামেরা ভালো

Iphone 15pro max,Samsung Galaxy s24 ultra,Pixel 8pro এই তিনটি ব্যান্ডের ফোনের ক্যামেরা অনেক ভালো ভিডিও এবং পিকচার কোয়ালিটির ক্ষেত্রে এই দিনটা ফোন সেরা।
Iphone 15pro max: এই ফোনটিতে রয়েছে ৪৮ এমপির মেইন ক্যামেরা এবং ১২ এমপির ফ্রন্ট ক্যামেরা ছাড়াও রয়েছে ১২ এমপির টেলিস্কোপ টেলি ফটো লেন্স। ভিডিওর ক্ষেত্রে এই ফোনটি বেস্ট হবে।

Samsung Galaxy s24 ultra: এই ফোনের ব্যাপারে আপনারা অনেকেই জানেন হয়তো। এটাতে রয়েছে 200 এমপির ফ্রন্ট ক্যামেরা এছাড়াও রয়েছে 50 এমপির অপটিক্যাল জুম পেরিস্কোপ টেলি ফটো লেন্স এবং ১২ এম পি আল্ট্রা ওয়াইড লেন্স ও 10mp টেলি ফটো লেন্স। ফটো, ভিডিও, এবং জুম করার ক্ষেত্রেও এ ফোনটা অনেক ভালো।

Pixel 8pro: কম বাজেটের ভিতর এই ফোনটার ক্যামেরাও অনেক ভালো এর ফোনে মেইল ক্যামেরা ৫০ এমপি প্রধান লেন্স এবং ৪৮ এমপির আল্ট্রা ওয়াইড লেন্স এবং ১২ এম পি টেলিফটো যুক্ত আছে।

২০ হাজার টাকার মধ্য ভালো ক্যামেরা ফোন

বর্তমানে বেশি বাজেটের ফোনের মধ্য থেকে কিছু কম বাজেটের ফোনের ক্যামেরা আছে যেগুলো অনেক ভালো।এবং প্রায় সবার নজরে লেগেছে। এর মধ্যে আমরা ২০ হাজার টাকার মধ্যে কিছু নতুন ফোন খুজে বের করেছি যেগুলো ক্যামেরা অনেক ভালো সুন্দর এবং কোয়ালিটি ফুলস

Oppo f17: এর অফিসিয়াল মূল্য ২০ হাজার ৯৯০ টাকা। ফোনটিতে রয়েছে ১৬ এমপির মেইন ক্যামেরা আবার ১৬ এমপির ফ্রন্ট ক্যামেরা। ফোনটি দেখতেও সুন্দর এবং হালকা এবং এর পিকচার অনেক ভালো আসে। বিশ হাজার টাকার মধ্যে এই ফোনটি বেস্ট হতে পারে।

Realmi c55: এই ফোনের মেইন ক্যামেরা ৬৪ এমপি এবং ফন্ট ক্যামেরা ৮ এমপি। এছাড়া রয়েছে ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ সাথে ৫০০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি এর অফিসিয়াল মূল্য ১৯,৯৯৯ টাকা।

Redmi note 8: এই ফোনটির অফিশিয়াল মূল্য ১৭ হাজার ৯৯৯ টাকা এবং এর মেইন ক্যামেরা ৪৮ এমপির এবং ফন্ট ক্যামেরা ১৩এমপির। এই ফোনের ক্যামেরা অনেক সুন্দর বিশ হাজার টাকার মধ্যে এই ফোনটাও একদম পারফেক্ট।

লেখক এর মন্তব্য

প্রিয় পাঠক পাঠিকা বৃন্দ আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের কাছে যে তথ্যটি তুলে ধরেছি সেটা হলো- কম দামের ভিতর দশটি ভালো ক্যামেরা ফোন এবং এর মধ্যে রয়েছে কম বাজেটে ভালো ক্যামেরা ফোন, ভালো ক্যামেরা ফোন চেনার উপায়, ছবি তোলার জন্য কোন মোবাইল ভালো, ভালো ক্যামেরা ফোন ২০২৪, কোন ব্যান্ডের ফোনের ক্যামেরা ভালো, ২০ হাজার টাকার মধ্যে ভাল ক্যামেরা ফোন ইত্যাদি।


উপরোক্ত লেখাগুলো পড়ে যদি আপনারা উপকৃত হন বা সঠিক তথ্য পেয়ে থাকেন ।তাহলে আমার ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। এবং আপনার আত্মীয়দের মাঝে শেয়ার করুন।যেন তারাও আমার লেখা আর্টিকেল গুলো পড়ে সঠিক তথ্যটি পেতে পারে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জুয়াদ্দার এআই এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়া হয়

comment url