ত্বক উজ্জ্বল করার জন্য গ্লিসারিন এর ব্যবহার জানুন
তথ্য উজ্জ্বল করার জন্য গ্লিসারিনের ব্যবহার সম্পর্কে জানলে অবাক হবেন। কেমিক্যাল যুক্ত নাইট ক্রিম এর জায়গায় রাতে গ্লিসারিন দিলে কি হয়। আবার মুখের দেওয়ার নিয়ম ও মুখে দিলে কি হয়।ময়শ্চারাইজার হিসেবে ও ব্যবহার করা যায় কিনা।
ত্বক উজ্জ্বল করার জন্য গ্লিসারিনের ব্যবহার গুলো কি কি এবং মুখের জন্য ক্ষতিকর কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো জানতে চান তাহলে পুরো আর্টিকেল জুড়ে আমাদের সাথে থাকুন।
পেজ সূচিপত্র: ত্বক উজ্জ্বল করার জন্য গ্লিসারিন এর ব্যবহার জানুন
- ত্বক উজ্জ্বল করার জন্য গ্লিসারিন
- গ্লিসারিন মুখে দেওয়ার উপকারিতা
- গ্লিসারিন মুখে দিলে কি হয়
- গ্লিসারিন মুখে দেওয়ার নিয়ম
- গরমে গ্লিসারিনের উপকারিতা
- রাতে মুখে গ্লিসারিন দিলে কি হয়
- গ্লিসারিন কি শুষ্ক ত্বকের ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়
- গ্লিসারিন কি সরাসরি ব্যবহার করা যায়
- গ্লিসারিন দিলে কি ত্বক ফর্সা হয়
- গ্লিসারিন কি মুখের জন্য ক্ষতিকর
- গ্লিসারিন কোনটা ভালো
- শেষ কথা
ত্বক উজ্জ্বল করার জন্য গ্লিসারিন
ত্বক উজ্জ্বল করার জন্য গ্লিসারিন দাগমুক্ত ও উজ্জ্বল ত্বক পেতে গ্লিসারিনের সাথে লেবু মিশে ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজার ও টোনার হিসেবে ব্যবহার করলে ত্বক আগের তুলনায় অনেক উজ্জ্বল হয়।
নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের অনেক পরিবর্তন চলে আসবে আগের চেয়ে। ত্বক উজ্বল করার জন্য গ্লিসারিনের ব্যবহার সম্পর্কে অনেকেই হয়তো জানে না। অধিকাংশ মানুষ জানে যে গ্লিসারিন হাত আর পায়ে ব্যবহার করতে হয় শীতকালে ত্বকের শুষ্কতা কাটাতে।
আরো পড়ুন:কম দামের ভিতর ১০টি ভালো ক্যামেরা ফোন
কিন্তু কিছু উপাদান রয়েছে যেগুলো গ্লিসারিন এর সাথে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের শুষ্কতা কাটিয়ে আস্তে আস্তে ত্বক উজ্জ্বল করে। ত্বকে থাকা ব্রণের দাগ মেছতা এসব দূর করে ত্বক সুন্দর করে তোলে।
গ্লিসারিন মুখে দেওয়ার উপকারিতা
গ্লিসারিন মুখে দেওয়ার উপকারিতা যেকোনো ধরনের ত্বকের জন্য গ্লিসারিন খুবই উপকারী।মুখের কোন প্রকার ক্ষতি না করে তৈলাক্ত ভাব ও ময়লা দূর করে। এবং মুখের সৌন্দর্য ভাব আস্তে আস্তে ফিরিয়ে নিয়ে আসে। গ্লিসারিন সব ধরনের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে।
যে কোন বয়সের ছেলে অথবা মেয়ে ব্যবহার করতে পারে। নিয়মিত ব্যবহারের এর ফলে ত্বক আগের তুলনায় অনেক গ্লোয়িং করে। এবং যেকোনো দাগ তুলে মুখের ত্বক কোমল ও নরম করে। বিশেষ করে শীতে ত্বক ফেটে যায় আবার মুখের উজ্জ্বলতা কমে যায় ব্রণ, মেছতার দাগ, রুক্ষতা ভাব দূর করতে গ্লিসারিন অনেক কার্যকরী।
গ্লিসারিন মুখে দিলে কি হয়
গ্লিসারিন মুখে দিলে কি হয় গ্লিসারিন মুখে দুর্দান্ত ভাবে কাজ করে। ক্যামিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহারের ফলে মুখের ত্বক অনেকটাই ড্যামেজ হয়ে যায়। সেই ড্যামেজ হওয়া মুখের ত্বককে একটা নতুন জীবন। দেয় গ্লিসারিন জেনে নিন গ্লিসারিন মুখে দিলে কি হয়
আরো পড়ুন:গর্ভবতী হওয়ার লক্ষণ কত দিন পর বোঝা যায়
- নিয়মিত গ্লিসারিন ব্যবহারে হারিয়ে যাওয়া ত্বকের আর্দ্রতা ফিরে আসে এবং উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে ওঠে।
- এছাড়া গ্লিসারিন নন-কমেডোজেনিক হওয়ায় ত্বকের লোম ওঠা বন্ধ করে না। লোমকূপ বন্ধ না করার ফলে তকে ব্রণ ওঠা জনিত সমস্যা কমে যায়।
- মুখের ত্বক থাকা ক্ষত ও দাগ দ্রুত ভালো করে থাকে গ্লিসারিন। এবং ভবিষ্যতে ক্ষত বা দাগ যেন না দেখা যায় সেজন্য ত্বককে প্রটেকশন দেয়।
- রাতে গোলাপ জল গ্লিসারিন একসাথে মিশিয়ে ব্যবহারের ফলে মুখের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়।
- শীতে অনেক সময় মুখের ত্বক ফেটে যায় এ ত্বক ফাটা সারিয়ে তুলতে গ্লিসারিন সাহায্য করে।
গ্লিসারিন মুখে দেওয়ার নিয়ম
গ্লিসারিন মুখে দেওয়ার নিয়ম মুখে দেওয়ার আগে মুখের ত্বক সুন্দর ভাবে পরিষ্কার করে তারপর ব্যবহার করতে হবে। কোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় মুখে ব্যবহারে কোন সমস্যা দেখা যায় না। তবে গ্লিসারিন মুখে দেওয়ার কিছু নিয়ম রয়েছে সেগুলো হলো
- শুধু গ্লিসারিন মুখে ব্যবহার না করা। গ্লিসারিনের সাথে অন্যান্য কিছু মিশিয়ে ব্যবহার করা যেমন গোলাপ জল এলোভেরা পানি দুধ ইত্যাদি।
- মুখে গ্লিসারিন দেওয়ার আগে ভালোভাবে পানি দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়া। অথবা ভালো ফেসওয়াশ ব্যবহার করা।
- তৈলাক্ত মুখের জন্য গ্লিসারিনের সাথে গোলাপজল অথবা দুধ ব্যবহার করা।
গরমে গ্লিসারিনের উপকারিতা
শুধু শীতকালে নয় গরমেও ব্যবহারের ফলে ত্বক অনেক ভালো থাকে ও পরিষ্কার থাকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। গ্লিসারিন বহুমুখী উপাদান হাওয়ায় বছর জুড়ে ব্যবহার করা যায়। গরমে ত্বক অনেকটা শুষ্ক থাকার ফলে ড্রিহাইড্রেশনের প্রবণতা বেশি থাকে। সেজন্য গ্লিসারিন গরমে উপকারী হিসেবে কাজ করে।
রাতে মুখে গ্লিসারিন দিলে কি হয়
আমরা হয়তো না জেনে গ্লিসারিন যেকোনো সময় মুখে ব্যবহার করি। কিন্তু মুখে গ্লিসারিন ব্যবহারের একটা নির্দিষ্ট নিয়ম আছে সেটা হচ্ছে রাতে। মুখের সৌন্দর্য বাড়াতে রাতে গ্লিসারিন ব্যবহার একটি নির্দিষ্ট সময়। তবে লক্ষ্য করবেন দিনের বেলায় ব্যবহার করলে মুখ সূর্যের আলোতে কালো হয়ে যায়। আবার অনেক সমস্যা ও দেখা দিতে পারে। তাই গ্লিসারিন রাতে ব্যবহার করা উচিত।
রাতের বেলা গ্লিসারিনের এর সাথে দুধ, নারকেল, তেল অথবা গোলাপ জল মিশে মুখে নিয়মিত ব্যবহার করতে পারেন।রাতে মুখে গ্লিসারিন ব্যবহারে মুখের ত্বক অনেক উজ্জ্বল ও কোমল হয়ে ওঠে। আবার মুখের ত্বকে প্রাকৃতিক ভাবে আদ্রতা ধরে রাখে এই গ্লিসারিন।
রাতে ঘুমাতে যাওয়ার ২০ মিনিট আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে। এক থেকে দেড় কাপ মতো গ্লিসারিন আর গোলাপজল হাতে নিয়ে মিশিয়ে মুখে ভালোভাবে দিয়ে সারা রাত রেখে দিতে হবে।
আরো ড়ড়পড়ুন:৬মাসের বাচ্চাদের কি কি খাবার দেওয়া যায়
এভাবে রেগুলার ব্যবহার এর ফলে ত্বক উজ্জ্বল ও নরম হয়ে ওঠে।তবে রাতে গ্লিসারিন ব্যবহার করে সকালে ধুয়ে ফেলতে হবে। না হলে সূর্যের আলোতে ত্বকের বিপরীত কাজ শুরু করতে পারে।
গ্লিসারিন কি শুষ্ক ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়
শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিন ময়শ্চারাইজার হিসেবে ও ব্যবহার করা যায়। আপনারা হয়তো অনেকেই জানেন না। গ্লিসারিন ময়শ্চারাইজার হিসেবে কিভাবে ব্যবহার করে তবে চলুন জানা যাক
গ্লিসারিন শুষ্ক ত্বকে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। শীতকালে ত্বক অনেক শুষ্ক হয়ে যায়। ত্বকের আদ্রতা অনেক কমে যায়। তাই গ্লিসারিন ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়। ব্যবহারের ফলে ত্বকের আদ্রতা দ্রুত ফিরিয়ে আনে এবং ত্বককে সুন্দর করে তোলে।
গ্লিসারিন কি সরাসরি ব্যবহার করা যায়
গ্লিসারিন কি সরাসরি ব্যবহার করা যায় ত্বক শুষ্কতা থেকে সুন্দর রাখতে গ্লিসারিন সরাসরি অথবা পানি, দুধ, গোলাপ জল, জলপাই এর তেল ইত্যাদির সাথেও ব্যবহার করা যায়।
চলে যাওয়া ত্বকের আদ্রতা ফিরিয়ে আনার জন্য গোলাপজল অথবা জলপাইয়ের তেল মিশিয়েও ব্যবহার করা যায়। রূপচর্চার জন্য ব্যবহৃত সব প্রসাধনীর সাথে ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করা যায়।
গ্লিসারিন দিলে কি ত্বক ফর্সা হয়
গ্লিসারিন দিলে কি ত্বক ফর্সা হয় আগের তুলনায় অনেকটাই উজ্জ্বল এবং কোমল দেখায়। ত্বকে ফিরে আসে এক নতুন জীবন। গ্লিসারিন দিলে ত্বকে থাকা কোষগুলোকে ভালোভাবে হাইড্রেট ও পুষ্ট করে তোলে। এবং তাকে থাকা শুষ্কতা ও ফ্ল্যাকিনেস দূর করে।
কিন্তু বর্তমানে বাজারে অনেক গ্লিসারিন পাওয়া যায়। এদের মধ্য সিনথিয়া গ্লিসারিন ত্বককে ফর্সা উজ্জ্বল করে। প্রতিদিন রাতে একবার করে ব্যবহার করতে হবে।
গ্লিসারিন কি মুখের জন্য ক্ষতিকর
গ্লিসারিন নিয়মিত ব্যবহারের ফলে মুখের ইতিবাচক প্রভাব দেখা দিতে পারে। আবার মুখের ত্বক অনেক অনেক শুষ্ক হতে পারে। যেকোনো সময় বা পরিস্থিতিতে ত্বকের বেড়ে যেতে পারে। তাই এসব কিছু বজায় রেখে ত্বকে গ্লিসারিন নিয়মিত ব্যবহার জন্য পাতলা করে অথবা অন্যান্য কার্যকরী উপকরণ মিশিয়ে ব্যবহার করা।
গ্লিসারিন মুখে সেভাবে কোন ক্ষতি করে না। তবে নিয়মমাফিক গ্লিসারিন ব্যবহার না করলে। এর ইতিবাচক কিছু প্রভাব দেখা যায়। তবে এই প্রভাব সময় সাপেক্ষে আবার ঠিক হয়ে যায়।
গ্লিসারিন কোনটা ভালো
ত্বকের জন্য মেরিল গ্লিসারিন টা উপযোগী। এটা ত্বকের কোন ক্ষতি করে না। নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের আদ্রতা ও ত্বক অনেক সুন্দর হয়ে ওঠে। মেরিল গ্লিসারিন সারা বছর জুড়ে ব্যবহার করা যায়। বিশেষ করে শীতকালে হাত-পা, ত্বক ফাটা বন্ধ করে সাথে মিশিয়ে হাত পায়ে ব্যবহার করতে হয়।
শেষ কথা
ত্বক উজ্জ্বল করার জন্য গ্লিসারিন এর ব্যবহার নিয়ে আমাদের এই আর্টিকেল। উপরের সেকশন গুলো পড়ে হয়তো সমস্ত বিষয়গুলো সম্পর্কের বিস্তারিত জানতে পেরেছেন বলে আশা করছি।
আজকের আর্টিকেলে গ্লিসারিন মুখে দেওয়ার উপকারিতাও মুখে দিলে কি হয় ,মুখে দেওয়ার নিয়ম, গরমে এর উপকারিতা সম্পর্কে জানবেন গ্লিসারিন সরাসরি ব্যবহার করা যায় কিনা মুখের জন্য ক্ষতিকর কিনা এসব নিয়ে আজকের এই আর্টিকেল।
জুয়াদ্দার এআই এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়া হয়
comment url